মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ১০ জুলাই ২০২১ ১৪:২০
সর্বশেষ আপডেট ১০ জুলাই ২০২১ ১৪:৩১
লকডাউনের ১০ দিন

১২৬২ র‌্যাব-পুলিশ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। করোনা প্রতিরোধে ১ হতে ১৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী। এ লড়াইয়ে পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। গত ১০ দিনে ১২৬২ জন র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব) ও পুলিশ বাহিনীর সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, বর্তমানে ১ হাজার ১৭৪ জন পুলিশ ও ৮৮ জন র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত র‌্যাব ও পুলিশ বাহিনী ৯৯ হাজার ৮০৭ জন সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে আজ পর্যন্ত (১০ জুলাই) ১০ দিনে ৭১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন পুলিশ ও ১ জন র‌্যাব সদস্যসহ মোট ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জন পুলিশ ও ৬ জন র‌্যাব সদস্য মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৯০৫ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৯১৪ জন র‌্যাব সদস্য রয়েছেন। এখন পর্যন্ত ১৮ হাজার ৬৩৭ জন পুলিশ ও ২ হাজার ৮২০ জন র‌্যাব সদস্যসহ মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৭ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ম...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা