জাহিদ রাকিব
করোনা মহামারী মোকাবিলায় ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। গত কয়েকদিন সাধারণ মানুষদের বিধিনিষেধ মানাতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছিলো কঠোর চেকপোস্ট ব্যবস্থা। কিন্তু লক ডাউনের ১০ম দিনে সেই চিত্র ভিন্ন।
শনিবার (১০ জুলাই) রাজধানীর মহাখালী, সাতরাস্তা, হাতিরঝিল, মগবাজার চেকপোস্ট এর চিত্র ছিল একদম ঢিলেঢালা।
দুপুরে এইসব চেকপোস্ট ঘুরে দেখা যায় চেকপোস্টগুলো ছিলো একদম খালি। আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি।
এ সময় রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বের হয়েছে তারা নির্বিগ্নে যাতায়াত করে।
চেকপোস্ট এলাকায় কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের তুলনায় আজকের ছিত্র ভিন্ন। সকাল থেকে পুলিশের কোন কড়াকড়ি দেখেননি তারা।
করোনাভাইরাসের উর্ধবমুখী সংক্রামণের প্রেক্ষাপটে গত ১ জুলাই সকাল থেকে কঠোর বিধি নিষেধ চালু করে সরকার। এই বিধি নিষেধকে সর্বাত্মক লকডাউন বলা হচ্ছে। এই নিষেধাজ্ঞার সময় ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত।
তবে পোশাক রপ্তানি প্রতিষ্ঠানসহ শিল্প-কলকারখানা খোলা রাখা হয়েছে। সীমিত সময়ের জন্য খোলা রয়েছে ব্যাংক।
সান নিউজ/জেআই/এফএআর