চট্টগ্রাম ব্যুরো :
বঙ্গোপসাগরের হাতিয়া নতুন চ্যানেলের পজিশন-৫ নামক স্থানে ডুবন্ত বলগেটের সঙ্গে ধাক্কা খেয়ে ফুলতলা-১ নামে একটি সিমেন্টের কাঁচামাল বোঝাই জাহাজ সাগরে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ জাহাজডুবির তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এন এ রনি।
তিনি বলেন, ৬-৭ দিন আগে একটি বলগেট ডুবে যায়। ওই স্থানে বিআইডব্লিউটিসির চ্যানেল মার্কিং দেওয়ার কথা, যাতে অন্য জাহাজ ওইস্থান দিয়ে না যায়। কিন্তু তারা সেটা করেনি। এ কারণে শনিবার সিমেন্টের কাঁচামাল বোঝাই ফুলতলা-১ নামে একটি জাহাজ ডুবন্ত বলগেটটির সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজের তলা ফেটে এটি ডুবে যায়।
তিনি আরও বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। এতে ১২ জন নাবিক ছিল। তারা নিরাপদে আল মুত্তাকিন নামে একটি জাহাজে উঠে যায়।
সান নিউজ/আইকে