সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও শনাক্তের হার দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে নবজাতক শিশুরাও রক্ষা পাচ্ছে না। ঢাকা শিশু হাসপাতালের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
জানা যায়, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ নবজাতকের মধ্যে করোনা ৩২ শিশু শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ২০ শিশুই ঢাকার বাইরের। এরমধ্যে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ নবজাতকের। অবস্থার উন্নতি হওয়ায়; হাসপাতাল ছেড়েছে, ১৪ শিশু। মৃত্যু হয়েছে ৪ নবজাতকের।
গবেষকরা বলছেন, এখন এই হার আরও বেশি। তাদের মতে, স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। তাদের মাধ্যমেই এই সংক্রমণ।
গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। এতে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে।
সান নিউজ/এনএম