নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংকগুলোতে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
সোমবার (৪ মে) পর্যন্ত নতুন করে ১৪ জন ব্যাংক কর্মকর্তা এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার চারজন, রূপালী ব্যাংকের দুজন, সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একজন, অগ্রণী ব্যাংকের দুজন এবং সোনালী ব্যাংকের পাঁচজন।
করোনা শনাক্তের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ২৫ ব্যাংক কর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।
গত ২৬ এপ্রিল করোনায় প্রথম ব্যাংকার হিসেবে মুজতবা শাহরিয়ার নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি বেসরকারি দি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।