নিজস্ব প্রতিবেদক : আইসিইউ (ICU) শয্যা ফাঁকা নেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সক্ষমতার চেয়েও অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে সাধারণ ইউনিটে।
শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতালের জরুরি বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।
জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে হাসপাতালে শুধু করোনার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীর জন্য শয্যা রয়েছে ৩০০টি। এর বিপরীতে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৬ জন। আর আইসিইউ শয্যা সংখ্যা ১০টি। সবগুলোতেই রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৭ জন। এসময় হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন রোগী। হাসপাতালটিতে বর্তমানে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ৪৩৯টি। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ৫৭টি। অক্সিজেন কনসেন্ট্রেটর ৩০টি।
সান নিউজ/ এমএইচআর