নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল করোনা আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ মে) সকাল ৯টায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে তোফাজ্জল হোসেন (৩৯) নামের ঐ পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেন বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।
তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তোফাজ্জাল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
তিলপাপাড়ায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তোফাজ্জল। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
মশিউর রহমান বলেন, ‘গত ২৮ তারিখে ওই কনস্টেবলের করোনা পরীক্ষা করানো হয়। পরে ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন তিনি। এটা নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারপর থেকেই সে ঠিকমতো খাওয়া-দাওয়া করত না।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।