নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া ‘আইফোন-এক্স’ ৪ দফায় বিক্রি হয়েছে। প্রথম তিন ক্রেতা বর্তমানে কারাগারে। পুলিশ সর্বশেষ অর্থ্যাৎ চতুর্থ ক্রেতাকে খুঁজছে। ফোনটি সর্বশেষ বিক্রি হয় ৩০ হাজার টাকায়।
গত ৩০ মে রাজধানীর বিজয় সরণী মোড়ে গাড়ির গ্লাস নামিয়ে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে স্মার্টফোন ‘ছোঁ’ মেরে নিয়ে যায় ছিনতাইকারী। পরে ১ জুন শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল।
মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনার পরপরই একটি মামলা দায়ের করেন তার পিএস।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাবউদ্দিন বলেন, মন্ত্রীর কাছ থেকে মুঠোফোন ছিনতাই করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফোনটি বিক্রি করে দিয়েছিলেন একজনের কাছে। এরপর তার হাত ঘুরে সেটি বিক্রি হয় হাতিরপুলের একটি দোকানে। সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। ওই দোকান থেকে ‘আইফোন-এক্স’ মডেলের মুঠোফোনটি আরেকজনের কাছে বিক্রি করা হয় ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। ছিনতাইকারী, দোকানিসহ মুঠোফোনটি প্রথম যে তিনজনের হাতে গেছে, তারা সবাই এখন কারাগারে আছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মন্ত্রীর মুঠোফোনটি দোকান থেকে যার কাছে বিক্রি করা হয়েছে, তার বিষয়ে কোনো তথ্য ওই দোকানির কাছে নেই। এ নিয়ে গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশ হওয়ায় সর্বশেষ ক্রেতা হয়তো জেনে গেছেন, এটা মন্ত্রীর ফোন। তাই তিনি মুঠোফোনটি আর খুলছেন না। আর সেই কারণে মুঠোফোনটি এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি।
সান নিউজ/এমআর