সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণে টালমাটাল পুরো দেশ। ইতোমধ্যে থমকে গেছে অর্থনীতির চাকা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তেও রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতে কথা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন,করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকুন। এ নিয়ে কোনও গুজবে কান দিবেন না।
মঙ্গলবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাসের সতর্কতাবিষয়ক ওই পোস্টে তিনি স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদিও তুলে ধরেন।
কোনও তথ্য শুনে বিশ্বাস করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়ে কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনীয় নাম্বারগুলো তিনি সেখানে উল্লেখ করেন।
সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, জাতীয় তথ্য সেবা: ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩, আইইডিসিআর: ১০৬৫৫।
এছাড়া তিনি ওই পোস্টে আরও কিছু হটলাইন নাম্বার উল্লেখ করেন। সেগুলো হলো: ০১৩১৩৭৯১১৩০,০১৩১৩৭৯১১৩৮,০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫।
সান নিউজ/এনএম