সান নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বিপ্লব কুমার দেব টেলিফোনে মঙ্গলবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভেচ্ছা নিদর্শন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার (৫ জুলাই) ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠান।
টেলিফোনে কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উপহার হিসেবে আম পাঠানোর জন্য আজ টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তার স্বাস্থ্যের বিষয়ে ও বাংলাদেশের কোভিড পরিস্থতির খোঁজ-খবর নিই। আমি শেখ হাসিনা ও তার পরিবারের সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দো-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হোক।
প্রায় তিন হাজার কেজি আম বেনাপোল, আখাউড়া এবং তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়। শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কাছে পাঠান।
হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। তিনি শুভেচ্ছা হিসেবে ভারতের নেতাদের কাছে এই আম পাঠিয়েছেন।
রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রাজনৈতিক মো. সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি মৌসুমি আম। ২৬০টি কার্টনে করে আমগুলো ভারতে পাঠানো হয়।
সাননিউজ/এফএআর/এমআর