জাতীয়

শাহবাগে র‌্যাবের ভ্রাম্যমাণ অভিযান 

জাহিদ রাকিব

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের ষষ্ঠদিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)। মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর শাহবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, জীবনের প্রয়োজনে সকলকে সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে।

পলাশ কুমার আরও বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে মানুষ যাতে বিনাকারণে বাসা থেকে বের না হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাক্স ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, অনেকে পুরান ঢাকায় যাচ্ছেন কেনা-কাটার জন্য। ফলে আমরা তাদের জরিমানার আওয়াতায় নিয়ে আসছি।
এক চেক নিয়ে তিনজন যাচ্ছিলেন ব্যাংকে, আমরা তাদেরও আইনের আওতায় নিয়ে এসেছি। কারো কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেলে জরিমানা করা হচ্ছে।

জাহাঙ্গীর যাচ্ছিলেন ঝিগাতলা থেকে ফকিরাপুলে। দোকানে চুরি হওয়ায় তারা সেখানে যাচ্ছিলেন। এ সময় র‌্যাব তাদের ৫০০ টাকা জরিমানা করে।

এদিকে সোমবার (৫ জুলাই) বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১৯০টি টহল ও ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচিও চলমান ছিল।

এছাড়াও র‌্যাব জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যম দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দু’জন আরোহণ করাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ৪২টি ভ্রাম্যমাণ আদালতে ৩৫০জনকে ২ লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় সরকার ৭দিন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই সময় মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাসা থেকে বের না হয়।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা