নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলে ও কোনভাবেই থামানো যাচ্ছে না।
নানা অযুহাতে তারা গন্তব্যে যাচ্ছেন। মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টের কারণে যানজট তীব্রতা পেয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বনানীতে সড়কে গাড়ির চলাচল নিয়ন্ত্রণে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে।
পাশাপাশি পুলিশের গুলশান বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমানের নেতৃত্বে চলছে অভিযান। তাতে সড়কের ১ কি.মি. এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান সান নিউজকে বলেন, প্রয়োজনের তুলনায় আজ সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি বেশি। তিনি বলেন, শুধুমাত্র যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হয়েছেন তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পাশাপাশি তারা সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টাও করছেন।
তিনি বলেন, সকাল থেকে এই পর্যন্ত ৪টা মামলা হয়েছে। যাতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বনানী ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরজু মিয়া সান নিউজকে বলেন, সকাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় ১২টি মামলা করেছি।
সান নিউজ/এমএম