নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পরীবাগে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মহিউদ্দিন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছে তানভির (২৫) নামে আরেক আরোহী।
শনিবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে পরীবাগ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহত মহিউদ্দিনের বাবার নাম মো. জালাল। বাসা কামরাঙ্গীরচর আলীনগর বড়গ্রামে। গাউছিয়া মার্কেটে একটি দোকানে কাজ করতেন মহিউদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী। তিনি বলেন, পরিবাগ পেট্রলপাম্পের সামনে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ২৫ মিনিটে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত আহত তানভীরকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চম্পক চক্রবর্তী জানান, আহত তানভিরকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি বাসায় চলে গেছেন।
মৃতের বড় ভাই ফরিদ জানান, গতকাল সন্ধ্যায় ছোট ভাই মহিউদ্দিন আমার মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। রাতে খবর পাই দুর্ঘটনার শিকার হয়েছে। ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
সান নিউজ/এমআর/এসএম