সান নিউজ ডেস্ক: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ জাতীয় সংসদে বলেছেন, ‘কুরআনে ধর্মনিরপেক্ষতার কথা নেই’। এ বক্তব্যের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাননীয় সংসদ সদস্য বলেছেন- ধর্মনিরপেক্ষতার কথা নাকি কুরআন শরীফে বলা হয়নি। আমি বলবো অবশ্যই বলা আছে। কুরআন শরীফে রয়েছে- লাকুম দিনুকুম ওয়া লিয়া দ্বীন, অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে।’
শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সমাপনী দিনে বিএনপির সংসদ সদস্য বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকায় সমালোচনা করেছেন। তিনি বলেন, কুরআন শরীফে ধর্মনিরপেক্ষতার কথা বলা নেই। তাই সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা সাংঘর্ষিক।
এমপি হারুনুর রশিদের বক্তব্য প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমাদের নবী করীম (সা.) অন্য ধর্মের প্রতি সহনশীল হতে বলেছেন। এই শিক্ষা তিনি দিয়েছেন। কুরআন শরীফে বলা আছে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মের মর্যাদা দেয়। কুরআন শরীফে আছে, লাকুম দিনুকুম ওয়া লিয়া দ্বীন অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে। যার যার মতামত সে প্রকাশ করবে। এটা প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষতাই আসে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি (হারুনুর রশিদ) যতই অস্বীকার করুন, যেভাবেই ব্যাখ্যা দেন, এটা হচ্ছে বাস্তবতা। যুগ যুগ ধরে এটা চলছে। হ্যাঁ অবশ্যই নিজ ধর্ম পালনে সব সময় গুরুত্ব দিতে হবে। অন্য ধর্মের প্রতিও সহনশীল হতে হবে। এটা আমাদের শিক্ষা। নবী করিম (সা.) সব সময় এটা বলে গেছেন। কাজেই সংসদে এ ধরনের কথা না বলাই ভালো।
সান নিউজ/এমআর