জাহিদ রাকিব
সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনে রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তাঘাটে নেই কোনো মানুষের চিহ্ন।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে শহরের রাস্তাগুলো ছিল একেবারেই ফাঁকা। সেই ফাঁকা রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা নিউমার্কেট এলাকা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় দুই-একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া চোখে পড়েনি অন্যান্য যানবাহনের। মার্কেটসহ ফুতপাতের দোকান বন্ধ রয়েছে । মার্কেট এলাকাজুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা।
নিউমার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে চা বিক্রি করেন তফুর আহম্মেদ। তিনি বলেন, আগে চা পান বিক্রি করতেন দৈনিক ৭০০/৮০০ টাকা। লকডাউনে এখন বিক্রি হয় ১৫০-২০০ টাকার মতো ।
নিউমার্কেট এলাকার রিকশা চালক ওয়াহেদুল ইসলাম বলেন, ' গ্রামে বউ পোলাপাইন অনেক কষ্টে আছে। গত তিন দিন কোন আয় ইনকাম নাই। যে কয়টেকা ইনকাম হয় তা দিয়ে নিজের খরচ চালাতে পারিনা। বউ পোলাপাইনরে কি পাঠামু,।
মার্কেটের সামনে দিয়ে হেটে যাচ্ছেন পথচারী ইকবাল হোসেন। তিনি বলেন হরতাল অবোরধেও এই এলাকায় দোকান পাট খোলা থাকে। কিন্তু লকডাউনের কারনে সব বন্ধ।
উল্লেখ্য, সরকার করোনা মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করে গত বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আর প্রজ্ঞাপনে বলা হয় সারাদেশের সকল মার্কেট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষ ঘর থেকে বের হতে পারবে না ।
সাননিউজ/ এসএ