জাহিদ রাকিব : কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও রাজধানীর শাহাবাগ এলাকায় পৃথক জায়গায় র্যাব ও পুলিশের স্বাস্থ্য বিধি মানাতে অভিযান চলছে।
শনিবার (২জুলাই) সকালে শাহাবাগ এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে র্যাব পুলিশে অভিযান শুরু করেন। এ সময় শাহাবাগ মোড়ে পুলিশ ৫ জনকে অর্থদন্ড করা হয়।
অর্থদন্ডকারী সাইদুর রহমান সাদি বলেন, তিনি পল্টন এলাকায় তার বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় শাহাবাগে পুলিশ চেকপোস্টে তাকে থামানো হয়। পুলিশ এ সময় তাকে মোটর যান আইনের ৯২.১ ধারায় মামলা দেয়।
আরেকজন অর্থদন্ডকারী নাজমুল মোল্লা বলেন, তিনি গাবতলি থেকে শান্তিনগর যাচ্ছিলেন ব্যবসার কাজে, পুলিশ তাকে চেকপোস্টে থামিতে মামলা দিয়েছে।
এই বিষয়ে কথা হয় চেকপোস্ট দায়িত্বে থাকা সার্জেন্ট সবুজ মিয়া বলেন, জমুল মোল্লা তার বের হওয়ার সঠিক কারণ প্রমাণ করতে পারেনি। তাই তাকে ৯২.১ দ্বারায় মামলা দেয়া হয়েছে।
সার্জেন্ট সবুজ মিয়া আরও বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ যারায় জরুরি প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হয়েছে তারায় পুলিশ চেকপোস্ট আটকা পড়ছে। আমরা শুধু মাত্র জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হয়েছে তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।
সাননিউজ/ এসএ