নিজস্ব প্রতিবেদক: আরও ১০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা এবছরই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ হয়ে গেছে।
শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা গ্রহণকালে এ কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, কোভিড-১৯ টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় সোর্স হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে পুরোপুরি বিনামূল্যে টিকা দিচ্ছে। আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউট হতেও ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা করোনার ১০ কোটি ডোজ টিকা পাবো বছরই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছর জনসন অ্যান্ড জনসনের সাত কোটি ডোজ টিকা আসবে। তাদের একটি টিকা একজনকেই দেওয়া হবে। তাহলে তাদের টিকাই আমরা সাত কোটি মানুষকে দিতে পারব।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত থেকে না এলেও যুক্তরাষ্ট্র থেকে আগস্টে ১৫ লাখ টিকা আসবে। অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের এই টিকা দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, আশা করছি, সময় মতো করোনার ভ্যাকসিন পেয়ে যাবো। যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন, তারা আবার ভ্যাকসিন নিতে পারবেন। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র এই টিকা দেবে।
সান নিউজ/এমআর