নিজস্ব প্রতিবেদক: চীন থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকাবাহী একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে পৌঁছেছে। উড়োজাহাজটি শুক্রবার (২ জুলাই) দিনগত মধ্যরাত ১২টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ খবর নিশ্চিত করেছেন।
চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা আসার কথা ছিল। কিন্তু এসেছে ১০ লাখ। এ বিষয়ে তিনি বলেন, একটি বিশেষ ফ্লাইটে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বাকি ১০ রাখ টিকা সকালে আসার কথা রয়েছে।
এই টিকা চীনের সিনোফার্ম তৈরি করেছে। এর আগে তারা বাংলাদেশকে টিকা উপহার দিয়েছে। ঢাকার পথে টিকাবাহী উড়োজাহাজ বেইজিং বিমানবন্দর ত্যাগ করে রাত সাড়ে ৮টায়।
সান নিউজ/এমআর