নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার বিস্তার কোনোভাবেই আটকানো যাচ্ছে না। সংক্রমণ রোধে সারাদেশে পালিত হচ্ছে কঠোর লকডাউন। দেশে যে পরিমানে টিকা আসছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। এ জন্য টিকার নিবন্ধন এখনও সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। করোনাভাইরাসের টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) মাত্র তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে।
নিবন্ধন সাইটের তত্ত্বাবধানকারী আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে তিনটি ক্যাটাগরি নির্বাচন করে দিয়েছে, সেই তিনটিতেই এখন নিবন্ধন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারও টিকার নিবন্ধন শুরু হয়েছে।
‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।
মূলত টিকা সংকটের কারনেই এখন পর্যন্ত মাত্র তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। টিকার মজুদ বাড়ানো সম্ভব হলে ক্যাটাগরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সান নিউজ/ এমএইচআর