কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত অসমাপ্ত আত্মজীবনীতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি মানবতাবাদ ও বিশ্ব শান্তির প্রতি তাঁর নিরবচ্ছিন্ন সমর্থন প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
বৃহস্পতিবার (১ জুলাই) অসমাপ্ত আত্মজীবনীটি কোরিয়ান ভাষায় অনুবাদ করে বইটির মোড়ক উন্মোচন করা হয় সিউলের লোটে হোটেলে। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা প্রেরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন, এমপি।
শুক্রবার (২ জুলাই) দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির কোরিয়ান ভাষায় অনুবাদ করেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের সদস্য সোল হোন, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত ব্যুরোর মহাপরিচালক লি সানগ্রিওল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বইটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেন লি ডং হিওন। কোরিয়ার প্রকাশনী সংস্থা মোরায়েল এলএলসির ব্যবস্থাপনায় অনলাইন প্ল্যাটফর্মে এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় বইয়ের দোকান হতেও ক্রয় করা যাবে বইটি।
পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর কোরিয়ান সংস্করণ দক্ষিণ কোরিয়ার বন্ধুভাবাপন্ন জনগণকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জীবন, তাঁর সার্বজনীন দৃষ্টিভঙ্গি ও দর্শন এবং বাংলাদেশের সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান সম্পর্কে জানবার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।
সোল হোন বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নেতা হিসাবে বঙ্গবন্ধু বাংলাদেশী জনগণকে তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে এবং তাদের পূর্বপুরুষের ভূমিতে শান্তিতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। তা ছাড়া, জাতির পিতা হিসাবে তিনি দেশকে পুনর্গঠন এবং গণতন্ত্র ও শান্তির উন্নয়নে অতুলনীয় নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি আরো বলেন যে ‘আমাদের এখনও একটি অসম্পূর্ণ ইতিহাস রয়েছে তা হলো- দুই কোরিয়ার শান্তিপূর্ণ পুনর্মিলন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর আলোকে, তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন, তাঁর বর্ণাঢ্য ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং এই প্রকাশনাটির কোরিয়ান সংস্করণ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও কর্তৃপক্ষকে তাদের ঐকান্তিক সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন
সাননিউজ/এফএআর