নিজস্ব প্রতিবেদক: লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ মেনে চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। তিনি বৃহস্পতিবার (১ জুলাই) চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন যথাযথভাবে পালন ও স্বাস্থ্যবিধি পরিপালন তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ কথা বলেন।
ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার (১ জুলাই) দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে গুলিস্তান, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমণ্ডি, জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তিনি নীলক্ষেত মোড়ের সামনে মাস্ক পরিধান না করা এবং সুনির্দিষ্ট কারণ ব্যতীত ঘুরে বেড়ানোর জন্য মোস্তাক মিয়া নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাকে এই জরিমানা করা হয়।
এছাড়াও সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার জন্য এ সময় মাইকিং করা হয়।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, আজকে যে সকল জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, সেসব এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়নি। অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ পেয়েছি। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ মেনে চলছে।
সাননিউজ/জেআই/এফএআর