নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় মো. স্বপন (৪৮) নামে এক পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন আনু নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডার ইইউলুপ ব্রিজের নিচে পরিত্যক্ত কন্টিনারের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার উপ পরিদর্শক এসআই মোঃ হাসমত আলি বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে স্বপনকে উদ্ধার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাগিনা পারভেজ জানান, স্বপন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার হরীপুর গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে। বর্তমানে মধ্যবাড্ডা বেপারী গলিতে থাকতেন। স্ত্রী সন্তান গ্রামের বাড়ি থাকে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিলেন।
তিনি জানান, ওই কন্টিনারের পাশে কয়েকজনে সঙ্গে মোবাইল নিয়ে ধস্তাধস্তি হয়েছিলো। সেখানে স্বপনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
বাড্ডা থানার পরিদর্শক অপারেশন মোঃ ইয়াসিন গাজী জানিয়েছেন, সপন হত্যার ঘটনায় আনোয়ার হোসেন আনু নামে একজন আটক করেছি। তিনি আমাদের কাছে শিকার করেছেন যে, স্বপনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে সময় তারা তিনজন ছিল।
তিনি বলেন, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত ও হত্যায় জড়িত ব্যক্তিরা পূর্ব পরিচিত। তারা সবাই মাদকাসক্ত। কি কারনে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
সাননিউজ/এমএইচ