জাতীয়

শাহবাগে সেনাবাহিনীর টহল

জাহিদ রাকিব: রাজধানীর শাহবাগ এলাকায় কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে সেনাবাহিনী টহল দিচ্ছে। এ সময় তাদের বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখায় যায়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। লকডাউনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর আড়াইটায় শাহবাগে প্রতিবেদকের সাথে কথা হয় সেনাবাহিনীর।

শাহবাগে দায়িত্বরত লেফট্যানেন্টে কর্নেল আনোয়ার জাহিদ বলেন, সবাই যেন যথাযথভাবে লকডাউনের বিধিনিষেধ মেনে চলেন সেজন্য সারাদেশে সেনাবাহিনী কাজ করছে। তিনি বলেন, আমরা মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করতে মাঠে কাজ করছি।

এদিকে রাজধানীর তেজগাঁও জোনের ডিসি মো. শহীদুল্লাহর নেতৃত্বে মানিক মিয়া এভিনিউতে পুলিশের অভিযান চলছে। এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিধিনিষেধের মধ্যে রাজধানীর কোথাও কঠোরতা আবার কোথাও ঢিলেঢালা অবস্থা দেখা গেছে। অনেককে করা হয়েছে আর্থিক দণ্ড।

অপরদিকে মগবাজার সাতরাস্তা, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সব গাড়িকেই থামিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যৌক্তিক কারণ থাকলে কাউকে আটকানো হচ্ছে না। তবে মোটরসাইকেলগামী যাত্রীদের সতর্ক করা হচ্ছে। দুইজন যাত্রীয় নিয়ে চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। পাশাপাশি রিকশায় দুইজন থাকলে একজন নামিয়ে দেওয়া হয়।

ফার্মগেট এলাকায় র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্ব অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। পাশাপাশি একজনকে অর্থদণ্ড করা হয়েছে।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা