নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী আগা খান মিন্টু এবং কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান শপথ গ্রহণ করবেন আজ। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত প্রার্থীদের শপথবাক্য পাঠ করাবেন।
ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (লাঙ্গল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগা খান মিন্টু।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ২৮ জুন এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগা খান।
কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন গত ২০ জুন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ফলে এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান।
গত ১৪ এপ্রিল, কুমিল্লা-৫ সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয় ২১ এপ্রিল। পরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সান নিউজ/এসএম