নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।
বুধবার (৩০ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের ভেতরে কোনো যাত্রীবাহী ফ্লাইট চলবে না। তবে ত্রাণ ও চিকিৎসাকাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
‘সীমিত লকডাউনে’ এতদিন সড়ক, নৌ ও রেলপথ বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য আকাশপথ খোলা ছিল।
এর আগে সরকারের দেয়া বিধি নিষেধগুলোতে প্রবাসীকর্মীদের যাতায়াতের বিষয়টিকে বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রেখেছিল বেবিচক। এবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের নির্দেশ এলেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসীকর্মীরা ফ্লাইটের টিকেট দেখিয়ে গাড়ি ব্যবহার করে বিধি নিষেধের মধ্যে চলাচল করতে পারবেন।
দেশে মহামারী শুরু হওয়ার পর গত বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল বেবিচক। জুলাই থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ।
এ বছর সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলে ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। সেসময় আন্তঃজেলা পরিবহনগুলোর মতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও বন্ধ করা হয়। পরে ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।
সাননিউজ/এফএআর