নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সড়ক রেল ও নৌ-পথে গণপরিবহন বন্ধ থাকার পাশাপাশি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও বন্ধ থাকবে।
তবে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল করতে পারবে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক যাত্রার টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৩০ জুন) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।
১ জুলাই জারিকৃত সর্বাত্মক লকডাউনে সরকারি-বেসরকারি অফিসগুলো বন্ধ থাকলেও চালু থাকবে জরুরি পরিষেবা। তবে রফতানিমুখী পোশাক কারখানা, বন্দর, আন্তর্জাতিক ফ্লাইট লকডাউনের আওতার বাইরে থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।\
সান নিউজ/ এমএইচআর