জাহিদ রাকিব : মহামারী মোকাবেলায় সরকারঘোষিত চার দিনের আংশিক লকডাউনের প্রথম দিনে সড়কে দীর্ঘ যানজট দেখল রাজধানীবাসী। ঘোষণা অনুযায়ী গণপরিবহন চলতে দেখা না গেলেও সড়কগুলো ছিল ব্যাক্তিগত ও রিকশার দখলে।
সোমবার (২৮জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। সবচেয়ে বেশী যানজট দেখা যায় রাজধানীর রামপুরা, বাড্ডা, মৌচাক, মালিবাগ শান্তিনগর এলাকায়।
এসময় সড়কে বাস বা সিএনজিচালিত অটোরিকশার মতো পরিবহন দেখা যায়নি। তবে প্রচুর ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে কর্মমুখী মানুষ অপেক্ষায় ছিলেন গণপরিবহনের বিকল্প খোঁজে । উপায় না পেয়ে অনেকেই রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য যাওয়ার চেষ্টা দেখা যায়।
সরকারের ঘোষণা অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস-আদালতে প্রয়োজনীয়সংখ্যক কর্মীকে আনার কথা থাকলেও বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠান তা মানেনি। আর এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
আংশিক লকডাউনের প্রজ্ঞাপনে বলা হয়, সারা দেশে সব শপিং মল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খাবার বিক্রি করতে পারবে কেবল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবস্থাপনায় শুধু প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সাননিউজ/জেআই