জাতীয়

ফের ভোগান্তিতে অফিসগামীরা

নিজস্ব প্রতিবেদক: ‘লক’ কিংবা ‘শাট’ যে নামেই হোক, করোনার ভয়াবহতায় ডাউন নেই। মৃত্যু, আক্রান্ত ও শনাক্তের হার ‘আপ’ই হচ্ছে। পরিস্থিতির অনিবার্যতায় লকডাউন আর না দিয়ে শাটডাউনের কথা এসেছিলো। পরে এলো লকডাউনের সিদ্ধান্তই। সেখানেও সিদ্ধান্তের বদল। বলা হয় বৃহস্পতিবার থেকে দেয়া হবে কঠোর লকডাউন। তবে সিদ্ধান্তের আপ-ডাউনে হঠাৎ করেই রোববার সন্ধ্যায় সিদ্ধান্ত হয় সোমবার থেকে লকডাউনই শুরু হবে সীমিত করে। আর বৃহস্পতিবার থেকে সর্বাত্মক। সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বিধি-নিষেধ, চলবে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত।

এরই পরিপ্রেক্ষিতে রোববার(২৭ জুন) নতুন ৫টি শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শর্তে যুক্ত হয়-

১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেক ওয়ে) করতে পারবে।

৪. সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

৫. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আর দফায় দফায় সিদ্ধান্তের এই আপ-ডাউনে ভোগান্তিতে জনগণ। বিশেষ করে অফিসগামী মানুষ যেনো সোমবার সকাল থেকে দিশেহারা।

গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস। অফিসগুলোকে তাদের কর্মী আনা-নেওয়ার ব্যবস্থা করতে বলা হলেও সময়ের অভাবে বহু প্রতিষ্ঠানই তা করতে পারিনি। ফলে অফিসগামীদের মাঝে আবারও পূর্বের ন্যায় ভোগান্তি ।

রাস্তার মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীদের ভিড়। কিন্তু কোথাও বাস নেই সিএনজিও কম একটি সিএনজি এলেই সবাই ঝাঁপিয়ে পড়ছে তার ওপর। ভাড়া ও দ্বিগুণের দ্বিগুণ। যে রিকশাগুলো চলছে সেগুলোর ভাড়াও বেশি। আবার কেউ কেউ রওনা দিয়েছে হেঁটেই।

রাজধানীর মতিঝিল, শাহবাগ, কারওয়ান বাজার, নীলক্ষেত, গুলিস্তান, যাত্রাবাড়ী, রামপুরা, শ্যামলী, মোহাম্মদপুর, আসাদগেটসহ বিভিন্ন স্থানে যাত্রীদের গণপরিবহনের অভাবে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

যাত্রীদের সাথে কথা হলে অনেকে জানান, করোনার প্রার্দুভাব বাড়ছে তাই সরকার আমাদের কথা চিন্তা করেই নানামুখী সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু সমস্যা হলো সমন্বয়হীনতায়। এই ইচ্ছা হলো কয়েক ঘণ্টার নোটিশে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। আবার অফিস খোলা রেখেছে। এটার কোনো অর্থ খোঁজে পায় না । আমরা সাধারণ মানুষ আসলে কর্তৃপক্ষের চিন্তার ও সমন্বয়হীনতার বলি।

উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতিতে সীমান্তের জেলাগুলোতে লকডাউন দেয়া হচ্ছিলো। সর্বশেষ গত ২২ জুন থেকে ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ-এই সাত জেলায় কঠোর লকডাউন (বিধিনিষেধ) দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ঢাকার সঙ্গে বাস, লঞ্চ ও রেল যোগাযোগ।

ভুক্তভোগী জনগণ এখন গণমাধ্যমের বরাত দিয়ে জানতে চেয়েছে, দফায় দফায় এমন লকডাউনের সঠিক সিদ্ধান্ত আসলে কোনটা। জনগণ সরকারের কাছে দাবি জানিয়েছেন একটি ভোগান্তিহীন সিদ্ধান্তেরও।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ত...

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অবস্থান

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্...

ব্যাংকে যাতে কেউ লুটপাটের রাজত্ব করতে না পারে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংল...

ঢাবি শিক্ষকদের দাবি, পাসপোর্টে যুক্ত হবে এক্সসেপ্ট ইসরাইল 

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে প্রত...

৭ বছরের শিশুকে বাঁচাতে পুকুরে নামলেন মা, ফিরলোনা কেওই

চাঁদপুর সদরের বাখরপুর গ্রামে পুকুরে ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা