নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রভাবে কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।
১ মে শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তায় আরো জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-ঢাকা একটি বিশেষ ফ্লাইটে ৭৩ বাংলাদেশি যাত্রী বিকেল ৪টা ১০ মিনিটে শাহজালালে অবতরণ করেন। আটকে পড়াদের ফিরিয়ে আনতে ধাপে ধাপে বিমানের আরো কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে ।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও।
এর ফলে বর্হিবিশ্বে অনেক বাংলাদেশি আটকে পড়েন। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
সান নিউজ/সালি