নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি সংকটের কারণে গবেষণা ছাড়া কৃষি উৎপাদন সম্ভব নয়। রোববার (২৭ জুন) ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে ৩২ কৃষি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সব সরকার কৃষি ব্যবস্থা ধ্বংস করেছে। খালেদা জিয়ার সরকার সারের বদলে ১৮ জন কৃষককে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কৃষি সম্প্রসারণের জন্য সব ধরনের কৃষি উপকরণে সরকার ভূর্তকি দিচ্ছে।
গবেষণার জন্য ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি সংকট মোকাবেলায় এসিআই সহ মোট ৫ জনকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদক ১৪২৪’ প্রদান করা হয়। সব মিলিয়ে ৩২ কৃষি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সান নিউজ/এসএম