নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় বর্তমান নিয়মেই পোশাক কারখানায় কাজ চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে শনিবার (২৬ জুন) রাতে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারুক হাসান বলেন, করোনার সংক্রমণ মোকাবেলায় আগামী ২৮ জুন থেকে সরকার লকডাউন ঘোষণা করেছে। এ সময় অনেক কিছুই বন্ধ থাকবে। তবে দেশের পোশাক কারখানা স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে।
বিজিএমইএ সভাপতি বলেন, ২৮ থেকে ৩০ জুন এ তিন দিন আন্তঃজেলা বাস চলাচল করতে পারবে। ব্যাংক ক্লোজিং এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট পাশের পরদিন অর্থাৎ ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন হবে। সড়ক পথে কোথাও কোনো গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িও চলতে পারবে না। পুলিশের পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে।
এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএ সভাপতিসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর