নিজস্ব প্রতিবেদক: কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দেবে। শনিবার (২৬ জুন) দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার তার টুইটে এ তথ্য জানিয়েছেন।
টুইটে মিলার লিখেছেন, বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনাভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে।
তিনি বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশের মোট জনসংখ্যা ২০ শতাংশকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি আগে থেকেই ছিল। কিন্তু বৈশ্বিক সংকটের কারণে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা তারা সরবরাহ করতে পারেনি।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভির সমন্বয়ে গড়ে ওঠা বৈশ্বিক উদ্যোগ কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি (কোভ্যাক্স)। বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ। দেশটি কোভ্যাক্সের মাধ্যমে এশিয়ার ১৮টি দেশকে নুতন করে এক কোটি ৬০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর বাইরেও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র এক কোটি ৪০ লাখ টিকা দেবে। সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এ টিকা ফাইজার, মর্ডানা ও জনসন অ্যান্ড জনসন উৎপাদিত।
সাননিউজ/এফএআর