নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এক আগস্ট পরীক্ষা নেওয়া হবে।
আজ শনিবার (২৬ জুন) বিসিপিএসের কাউন্সিলর সভায় এ সিদ্ধান্ত হয়।
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ পরিস্থিতিতে বিসিপিএসের জুলাই-২০২১ সেশনের সব পরীক্ষা (এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (শেষ পর্ব), এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস) আপাতত স্থগিত করা হলো। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১ আগস্ট, ২০২১ সাল। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে জানানো হবে। কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার নতুন নির্ধারিত তারিখ পরিবর্তনযোগ্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সান নিউজ/ এমএইচআর