নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে কর্মহীনদের খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে সরকার। এই লকডাউনে বাড়ির বাইরে যেতেও নিষেধ করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনে সব শ্রেণির মানুষকে ঘরে রাখতে চায় সরকার। প্রয়োজনে শ্রমজীবী মানুষকে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, যখন অফিস-আদালতে আসার প্রয়োজন হবে না তখন সে ঘরে থাকবে। যারা যারা বাইরে আসছেন নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আমাদের কিছু সহযোগিতা, খাবারের সহযোগিতা আছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলাভিত্তিক, ইউনিয়নভিত্তিক পরিকল্পনা সরকারের নেয়া আছে। ফলে এই কয়দিনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হবেন, চায়ের দোকানদার বা ছোটখাটো হোটেলগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের চিন্তাভাবনা থাকবে। কিংবা সেলুনকর্মী- এ ধরনের যারা দিন এনে দিনে খায় এ রকম যারা আছেন তাদের জন্য আমরা আগেও যেভাবে করেছিলাম, সেভাবে সেটা করতে পারব।
এদিকে দুর্যোগ ও ত্রাণ সচিব মো. মহসিন জানিয়েছেন, লকডাউনের সময় প্রয়োজনে কর্মহীনদের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হবে। লকডাউন নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পরই অসহায়দের ত্রাণ দেয়ার বিষয়টি বাস্তবায়ন করা হবে। কেননা কত মানুষের ত্রাণের প্রয়োজন তা তখন জানা যাবে।
তিনি বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষ যাতে কষ্ট না পায় সে জন্যই এ প্রস্তুতি রাখা হয়েছে।
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন থাকবে।
সাননিউজ/এফএআর