নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা।
শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের মাথায় প্রায় বেশ কয়েক জন রিকশা চালরা মিলে অবরোধ করেন। এ সময় সড়কটিতে প্রায় আধা ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি, সড়কে নিয়ম অনুযায়ী তাদের রিকশা চালাতে দিতে হবে। আর যদি সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড্ডা লিংক রোডের মাথায় ব্যাটারিচালিত রিকশাচালক আধা ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সাননিউজ/ জেআই/ এসএ