নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ব্যাটারি রিকশা-ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবন্ধী ঐক্য সমাজ।
শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় প্রতিবন্ধী ঐক্য সমাজের ব্যানারে রাজধানীর বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধী রিকশা চালকেরা জড়ো হোন।
খিলগাঁও এলাকার প্রতিবন্ধী রিকশা চালক শাহ আলম বলেন, জম্ম থেকে আমি শারীরিক প্রতিবন্ধী, আমার আয় দিয়ে আমার পুরো সংসার চলে। আমার পরিবারে ৫ সদস্য আছে । করোনাকালে যদি সরকার আমাদের অটোরিকশা বন্ধ করে তাহলে আমাদের পরিবার চলবে কিভাবে?।
মালিবাগ এলাকার কালাম বলেন, সড়ক দূর্ঘটনায় আমি অনেক আগে একটি পা হারাই, আমার একমাত্র আয়ের উৎস আমার এই ব্যাটারি চালিত রিকশা।
রিক্সা চালকরা আরও বলেন, ' আমরা পুনর্বাসন চাই। আমাদের সরকার পুনর্বাসন করে তারপর ব্যাটারি চালিত রিকশা বন্ধ করুন। তার আগে নয় '।
সাননিউজ/জেআই/এসএ