নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে শাটডাউনের ঘোষণা আসতে পারে- এমন খবরে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীতে বসবাসরত মানুষ।
লকডাউনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকে ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া না হলেও ঠেকানো যাচ্ছে না পায়েহাঁটা মানুষের ঢল।
শুক্রবার ঢাকায় ঢোকা ও বের হওয়ার অন্যতম প্রবেশমুখ গাবতলী এলাকা ঘুরে দেখা যায় লকডাউন উপেক্ষা করে রাজধানী ছেড়ে গ্রামের দিকে ছুটছেন হাজার হাজার নারী-পুরুষ।
যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিকল্প বাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছেন তারা। পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তারপরও থেমে নেই সাধারণ মানুষের ঢল।
সান নিউজ/ এমএইচআর