নিজস্ব প্রতিবেদক: মাদকসেবীরা সরকারি চাকরি পাবে না। এমনকি চাকরিরতদের ডোপ টেস্টের ফল পজিটিভ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস ২০২১ উপলক্ষে সভাটির আয়োজন করে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস)।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরি পেতে প্রত্যেককেই ডোপ টেস্টের আওতায় আনার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। চাকরিরতদেরও ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। নিরাপত্তা বাহিনীতে কর্মরতদেরও ডোপ টেস্ট করা হচ্ছে। টেস্টে ফল পজিটিভ এলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ২০৩০ ও ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না।
আলোচনায় মূল প্রবন্ধে মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, দেশে জনসংখ্যার ৪৯ ভাগ মানুষ বয়সে তরুণ। মাদক ব্যবসায়ীরা এই কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে ভোক্তা হিসেবে পেতে চায়। আসক্তদের শতকরা ৮০ ভাগ কিশোর-তরুণ।
সাননিউজ/এফএআর