নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে সংস্কার কার্যক্রমে অনুদান হিসেবে ২৩০ কোটি টাকার বাজেট সহায়তা দিতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
দারিদ্র্য ও চরম অসমতা দূরীকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানানোর জন্য এই অনুদান দিচ্ছে ইইউ।
জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাস্তবায়নে বাজেট সহায়তা দেয়ার জন্য গত বছর বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে জাতীয় সামাজিক সুরক্ষা প্রক্রিয়া বাড়ানোর জন্য ইইউ সহযোগিতা করতে তৈরি আছে।
সান নিউজ/সালি