নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে মালবাহী ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামের এক ব্যবসায়ীর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১০টায় শাজাহানপুর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়া হাবিব।
হাবিব বলেন, রেল লাইন দিয়ে হেঁটে রাস্তা পার হবার সময় কমলাপুর গামী ট্রেনের ধাক্কা লেগে দুই পা কাটা পড়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মিম জানায়, তার বাবা পেশায় সাইনবোর্ড লাইটিং এর ব্যবসা করতেন করোনা কালীন সময়ে কাজ কম থাকায় একটু বিষণ্নতায় ছিল।
আজ সকালে বাসাবোর ভাড়া বাসা থেকে কাজে বের হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
মৃত ইলিয়াস নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তটমপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে বাসাবো এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন নিহত কিরণ।
সান নিউজ/এসএ