নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিকমহামারি করোনাভাইরাসে সংক্রমণ মোকাবিলায় দেশে চিকিৎসার গতি বাড়াতে দ্রুত ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই নিয়োগের চূড়া্ন্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে।
দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পরপরই চিকিৎসা সেবা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। এ জন্য ৩৯তম বিশেষ বিসিএস থেকে এই চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর পিএসসিও দ্রুত কাজ শুরু করে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ৩৯তম বিশেষ বিসিএস থেকে নতুন চিকিৎসক নেওয়ার পক্ষে মত দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেয়।
এ ছাড়া সরকার যে ৬ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা বলছে, এর দায়িত্বও পিএসসিকে দিয়েছে। পিএসসি জানায়, ২০১৮ সালের নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে। সূত্র বলছে, সেই তালিকাও আজ প্রকাশ করা হতে পারে।
করোনা সংক্রমণের চিকিৎসায় চিকিৎসক সংকটের কারণে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার।
এ পরিস্থিতি মোকাবিলার জন্য নতুন ২ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।