নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। মৃত্যুবরণ করেছেন ৮৫ জন। একদিনে নতুন শনাক্তের দিক দিয়ে এই সংখ্যা গত ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি।
বুধবার (২৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। আরও পড়ুন করোনায় একদিনে ৮৫ জনের মৃত্যু
এর আগে মঙ্গলবার (২২ জুন) চার হাজার ৮৪৬ জন শনাক্ত ও ৭৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
নতুন শনাক্তসহ এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫ জন। ২৯ এপ্রিলের পর এটিই একদিনে সর্বাধিক মৃত্যু। এখন পর্যন্ত দেশে সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ১৩ হাজার ৭৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত লাখ ৯১ হাজার ৫৫৩ জন।
এখন পর্যন্ত দেশে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ।
সান নিউজ/ এমএইএচআর