নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর লকডাউন। এজন্য এসব জেলা থেকে যাত্রীবাহী যানবাহন ঢাকায় ঢুকতে পারছে না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকাগামী মানুষকে।
লকডাউনের কারনে অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেও সময়মত অফিস ধরতে পারছেন না অনেকেই। ফলে বাড়ছে চাকরি হারানোর ঝুঁকি। কর্মজীবীদের কথা না ভেবে হঠাৎ লকডাউন আরোপ করায় জনমনে অসন্তোষ দেখা দিচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকার অন্যতম প্রবেশপথ আমিনবাজারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে ঢাকাগামী গণপরিবহনকে ঘুরিয়ে দিচ্ছে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। গাড়ি চলতে না দেওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাতায়াত করছেন।
সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সাত জেলায় লকডাউন আরোপ করা হয়েছে।
লকডাউন চলাকালে শুধু আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, দমকল, নদীবন্দর, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া বাকি যানবাহন বন্ধ থাকবে।
সান নিউজ/এমএইচআর