নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২২ জুন) বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারে সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, দেশে করোনা পরিস্থিতির কারণে আগামী ৩০ জুন, ১ জুলাই ও ১০ জুলাই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
এর আগে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১১ মে প্রথম দফায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানায় বুয়েট। সেদিনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করল কর্তৃপক্ষ।
সাননিউজ/এফএআর