সান নিউজ ডেস্ক:
বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ (২৯ এপ্রিল) বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় করোনা সংক্রমণ ঠেকাতে এক সাথে কাজ করার পতিশ্রুতি ব্যক্ত করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এবং দুই দেশই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে দুই নেতা প্রায় ১২ মিনিট কথা বলেন।এসময় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছাও জানান মোদী।
প্রেস সচিব বলেন, করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে করনীয় এবং মহামারি পরবর্তী সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।