নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২১ই জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে আসেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।
সাক্ষাতে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকুরীজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নাগরিকদের ভ্যাকসিন প্রাপ্তির
বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের অনুরোধ রক্ষার আশ্বাস দেন।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নিয়ে কথা বলেন। সেখানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা যেনো ভ্যাকসিন পায় সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।
সান নিউজ/এমএইচআর