নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিনের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশি চীনা শিক্ষার্থীরা।
সোমবার ( ২১ জুন) প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে নানজিং সাইন্স টেকনোলজি ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন ,পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে যেনও দ্রুত ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হয় এবং চীনা এম্বেসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত চীনে ফিরিয়ে নেবার ব্যবস্থা করা হয়।
সে সময় শিক্ষার্থীরা অভিযোগ করে আরও বলেন, দিনে দিনে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে। এমবিবিএস শিক্ষার্থীদের জন্য সমস্যাটা আরো বেশি প্রকট হচ্ছে এবং ইন্টার্নশিপের সুযোগ না পাওয়ায় অনেক শিক্ষার্থী ডিগ্রী নিয়ে সংশয়ের মধ্যে পরেছে।
চীনা সাইন্স টেকনোলজি শিক্ষার্থী মারুফ হাসান বলেন, আমরা প্রায় দেড় বছর যাবত দেশে আছি। কিন্তু সরকার এখন পর্যন্ত কোন আমাদের চীনা ভ্যাকসিন এর আওতাই আনার কোন উদ্যোগ নেয়নি। আমরা আমাদের শিক্ষাজীবন নিয়ে চিন্তিত।
এছাড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক সমস্যা সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পাশাপাশি অনলাইনে গবেষণার কাজও নিয়মিত চালিয়ে যেতে পারছেন না। এজন্য তাদের ব্যাবহারিক ক্লাস,গবেষণার কাজ ও ইন্টার্নশিপের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে ভয়েস অফ বাংলাদেশী স্টুডেন্টস ইন চায়নার সমন্বয়ক রাব্বি বলেন, আমরা বার বার পরাষ্ট্রমন্ত্রনালয়ে লিখিত আবেদন করেছি। বার বার আমাদের আশা দিয়ে কথা রাখেনি মন্ত্রনালয়। ফলে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
রাব্বি আরও বলেন, চীনা সরকার বলে দিয়েছে আমরা শুধুমাত্র চীনা ভ্যাকসিন ডোজ নিলে চীন ফিরতে পারবো। তাই আমাদের দাবি একটাই সরকার দ্রুত চীন থেকে আসা ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের ভ্যাকসিন দিয়ে চীনে যাওয়ার সুযোগ করে দিক।
সান নিউজ/ এসএ