নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মধ্যে সুনামগঞ্জে রেললাইন স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থান অবশেষে স্পষ্ট হলো।
জানা গেছে, সুনামগঞ্জে রেললাইন স্থাপনের বিষয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৩-৪টি রুট নিয়ে চলছে আলোচনা। এরইমধ্যে সিলেট-১ আসনের এমপি ড. মোমেন সুনামগঞ্জের ৫ এমপির পক্ষে অবস্থান নিয়ে আধা-সরকারি পত্র দিয়েছেন রেলমন্ত্রীকে। বিষয়টি জানতেন না সুনামগঞ্জ-৩ আসনের এমপি এমএ মান্নান। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসের সূত্রপাত সেই পত্র থেকেই।
সিলেটের সংবাদমাধ্যম এ বিরোধ নিয়ে খবর প্রচার করে। এর জেরে গত ১৪ জুন পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন।
মন্ত্রী ফেসবুকে লেখেন, ‘মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে–দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি। দুঃখজনক যে সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নানের মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না, তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যে বা যারা এটি প্রচার করছেন, তারা হয়তোবা কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না, তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হলো আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাঁদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।’
মোমেনের ওই স্ট্যাটাসের সপ্তাহখানেক রোববার (২০ জুন) পরিকল্পনামন্ত্রীর দাফতরিক পেজ থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘এটা সত্য, ড. মোমেন (পররাষ্ট্রমন্ত্রী) ও আমি ৫০ বছরের বেশি সময়ের বন্ধু। কিন্তু জাতীয় পার্টির এক এমপিসহ সুনামগঞ্জের পাঁচ এমপিকে সমর্থন করে হঠাৎ রেলমন্ত্রীকে তার (পররাষ্ট্রমন্ত্রী) লেখা ডিও (আধা-সরকারি পত্র) আমাকে হতবাক করেছে। পররাষ্ট্রমন্ত্রী ভালো করেই জানেন, আমিও সুনামগঞ্জের একজন এমপি। তিনি এও জানেন, সুনামগঞ্জে রেল সংযোগের বিষয়টি আমার নজরেও আছে। এ বিষয়ে আমি তার চেয়ে বেশি জানি। আমার মনে হয় না, তার দীর্ঘ ও বর্ণিল জীবনে তিনি কখনো সুনামগঞ্জের মাটিতে পা রেখেছেন। এ বিষয়ে পক্ষ (সুনামগঞ্জের ৫ এমপির পক্ষ নিয়ে রেলমন্ত্রী ডিও লেটার দেয়া) নেয়ার আগে অন্তত কেউ একজন আমার সঙ্গে কথা বলে নিতে পারতেন। ৫০ বছরের বন্ধু ও মন্ত্রিপরিষদের সহকর্মী হিসেবে এ বিষয়টি স্বাভাবিকভাবে প্রত্যাশা করিনি।’
পরিকল্পনামন্ত্রী ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়ে অবগত বলে জানান। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
সান নিউজ/ এমআর