নিজস্ব প্রতিবেদক: দুইশত একুশ বছরের এক হাজার ২৮৬টি আইনে কোন বৈষম্য আছে কিনা তা চিহ্নিত করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার (২০ই জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আয়োজিত লেজিসলেটিভ রিসার্চ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কোনো দেশের টেকসই উন্নয়নের জন্য একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক আইনি কাঠামো অপরিহার্য। জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)র ১৬(বি) গোল বাস্তবায়নে বৈষম্যবিরোধী আইন প্রণয়নের উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, এসডিজির গোল ১৬(বি) ‘বৈষম্যহীন আইন ও নীতি প্রয়োগ’ বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুখ্য ভূমিকা পালন করছে। এর অংশ হিসেবে “আইনি গবেষণার মাধ্যমে তারতম্যমূলক আইন ও নীতি চিহ্নিতকরণপূর্বক উহা সংস্কার বিষয়ক প্রকল্প’’ গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ১৭৯৯ থেকে ২০২০ সাল পর্যন্ত অর্থাৎ ২২১ বছরের প্রণীত এক হাজার ২৮৬টি আইনে কোনো বৈষম্যমূলক বিধান রয়েছে কিনা তা গবেষণার মাধ্যমে চিহ্নিতকরণের জন্য ৪টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণার ফল উপস্থাপন করেছেন। এসব আইনের বৈষম্যমূলক বিধান, বৈষম্যের বিভিন্নরূপ উৎঘাটনপূর্বক বেশ কিছু সুপারিশ প্রদান করা হয়েছে। এসব সুপারিশের আলোকে প্রয়োজনীয় সংস্কার আনায়নে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় বিবেচনা করবে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব মো. হাফিজ আহমেদ চৌধুরী, প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন বক্তব্য রাখেন।
সাননিউজ/এফএআর/এএসএম