নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাওনা এনসি বাজার এলাকায় রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে।
গুরুত্বর আহতাবস্থায় মা সোনিয়া আক্তার (৩০) ও মেয়ে হুমাশাকে (২) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দুপুরের দিকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু হুমাশারও মৃত্যু হয়।
নিহত সোনিয়ার দুলাভাই সাইফুল ইসলাম জানান, সোনিয়া প্রতিদিনের মতো আজ সকাল ১০টার দিকে রান্না করতে যায়। রান্না চলাকালে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে সোনিয়া ও তার মেয়ে দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনে। হাসপাতালে আনার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় সোনিয়ার আড়াই বছর বয়সী মেয়ে হাসপাতালের আইসিইউতে মারা যায়।
তিনি জানান, সোনিয়ার বাবার বাড়ি বাগেরহাট সদর থানার কাপালীবন্দর এলাকায়। বর্তমানে তারা শ্রীপুর থানার মাওনা এনসি বাজার এলাকায় ভাড়া থাকতেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে এখানে এসেছে। আনার পর সোনিয়া আক্তার মারা যায় এবং তার আড়াই বছরের শিশু হুমাশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে শিশুটিরও মৃত্যু হয়।
সান নিউজ/এমএইচ